সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ক লেঃ কর্ণেল নাফিজ ইমতিয়াজ বলেন,পুলিশ একজনকে আজ রাতে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। এটা পুলিশ প্রশাসনের নিয়মিত মামলার আসামী গ্রেফতারের অংশ হিসেবেই করা হয়েছে।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.