খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা একের পর এক পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।
গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী পেটের পীড়া, ডায়রিয়া ও বমির সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলে পানির ট্যাঙ্ক নিয়মিত সঠিকভাবে পরিষ্কার করা হয়নি। এতে ট্যাঙ্কে ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে। দূষিত ওই পানি পান করায় তারা ডায়রিয়াসহ পেটের পীড়ায় ভুগছেন। পানির সমস্যা, শুরুতে জানানো হলে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, পরে তা ব্যাপক আকার ধারণ করে। এই অবহেলার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পানি সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
স্বরেজমিনে হলের দায়িত্বে থাকা কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্তৃপক্ষের নির্দেশে তারা কাজ শুরু করেছে। পাইপের সব পুরোনো পানি ফেলে দিয়ে নতুন করে পানি উত্তোলন করেছে। পানির ট্যাঙ্ক নতুন করে আবার পরিষ্কার করেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বলেন, গত কয়েক দিনের অতিবৃষ্টিতে আমাদের পানির সাবমার্সিবল পাম্পগুলো তলিয়ে যায়। তখন যতবার পানি উত্তোলন হয়েছে ততবারই দূষিত পানি পাইপ দিয়ে ঢুকেছে। যা পানির ট্যাঙ্কগুলোতে জমা হয়েছে। সেখান থেকেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা সব পুরোনো পানি ফেলে দিয়েছি। নতুন করে আবার সব পরিষ্কার করে, নতুন পানি উত্তোলন করেছি। আর সমস্যা থাকবে না আশা করি।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.