পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক ।
আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা নানা বিষয়ে আলোচনা করেন।
কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের সহযোগিতার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কয়েকটি বৃহৎ প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দেন।
উপদেষ্টা বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। তিনি কারিগরী শিক্ষায় দক্ষিণ কোরিয়ার সহযোগিতা বৃদ্ধির আহবান জানান।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.