অবশেষে বাগদানের মাধ্যমে নিজের প্রেমের গল্প অফিসিয়ালি প্রকাশ করলেন হলিউড অভিনেত্রী এমা রবার্টস। তবে দুজনের বিয়ে ঠিক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে বিস্তারিত জানাননি কেউই।
বাগদান করলেন হলিউড অভিনেত্রী এমা রবার্টস বলেন। দীর্ঘদিনের প্রেমিক ও হলিউড অভিনেতা কোডি জনের সঙ্গেই বাগদান সম্পন্ন করলেন অভিনেত্রী। মঙ্গলবার (১৬ জুলাই) বাগদান সেরেছেন দুজন।
সামাজিক মাধ্যমে নিজের বাগদানের বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।
জনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি যে ছবিতে অভিনেত্রীর হাতে বাগদানের আংটি দেখা গেছে। নিজের পোস্টে এমা লিখেছেন, ‘মা সবাইকে বলে দেয়ার আগেই জানিয়ে রাখলাম।’
হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস-এর ভাতিজি এমা রবার্টস। হুলুর ‘উ-টাং: অ্যান আমেরিকান সাগা’ এবং সিডাব্লিউর ‘ইন দ্য ডার্ক’-এ একসঙ্গে কাজ করার সময়ই প্রেমে পড়েন সহ-অভিনেতা কোডি জনের সঙ্গে।
নিজেদের সম্পর্কের বিষয়টি পুরোপুরি গোপন রেখেছিলেন তারা। তবে ২০২২ সালের আগস্টে জন ইনস্টাগ্রামে চুমুর ছবি শেয়ার করে দুজনের সম্পর্কের বিষয়টি জনসম্মুখে নিয়ে আসেন। একই বছরের শেষে এমা রবার্টসও কোডি জনের হাত ধরা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। এরপর থেকেই দুজনকে ঘিরে জল্পনা তুঙ্গে।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.