এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আনা রিটের ওপর আদেশ আগামী ২২ সেপ্টেম্বর।
বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিটের ওপর আজ শুনানি হয়।
আদালত আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী মো. রোকনুজ্জামান।
রিটে এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.