গাজীপুর জেলার টঙ্গীতে টিএন্ডটি কলোনি এলাকায় বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বিটিসিএলের গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানান, টঙ্গী পূর্ব থানাধীন টিএন্ডটি কলোনি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলের গোডাউনে রাত সাড়ে ১০টায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজ্জাদুল করিম জোয়ার্দার বলেন, আগুনে বিটিসিএলের গোডাউনে রক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
বিজ্ঞাপন
© Copyright 2025 Times News BD All Rights Reserved.