• শনিবার, ১২ কার্তিক, ১৪৩০

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • 01-Nov-2024
  • 5:14 AM

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মামলা রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

বিজ্ঞাপন