অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১) ধারায় ছাত্র লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে রাত সাড়ে নয়টার দিকে একটি আনন্দ মিছিল বের করে এবং সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় মুহূর্ত... গত ১৫ বছর সারাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।’
সমন্বয়কারী হাসিবুল ইসলাম বলেন, ২৪-এর বিপ্লবে এটাই প্রমাণিত হয়েছে যে 'মুজিবাদ' দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রকৃত ইতিহাস মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এখন থেকে দেশের মানুষ প্রকৃত ইতিহাস জানতে পারবে।’
ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ জ্ঞিান বিভাগের মাস্টার্সের ছাত্রী আশরেফা খাতুন বলেন, ‘গত ১৫ বছরে ছাত্রলীগ একটি ভয়ের রাজ্য তৈরি করে রেখেছে। এভাবে কোনও ছাত্রই তার আওয়াজ তুলতে পারেনি... রাজু চত্বরে যে কোনও দাবি নিয়ে দাঁড়িয়েছে সে-ই ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছে।’
সমন্বয়ক রিফাত রশিদ ছাত্রলীগের লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করে পুলিশে সোপর্দ করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান, যাতে তাদের কেউ বিচার থেকে রেহাই না পায়।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.