অবসর ভেঙ্গে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাথে বুধবার চুক্তি করেছেন পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনি।
লা লিগায় এই মুহূর্তে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘গোলরক্ষক ওজিচে সিজিসনির সাথে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনা চুক্তিতে স্বাক্ষর করেছে।’
আর্সেনাল ও জুভেন্টাসের ৩৪ বছর বয়সী সাবেক এই গোলরক্ষক বার্সেলোনার এক নম্বর গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের ইনজুরিরর কারনে চুক্তিভূক্ত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে টার স্টেগানের মৌসুম শেষ হয়ে গেছে।
পোল্যান্ডের হয়ে ইউরো ২০২৪’এ খেলার পর সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছিলেন সিজিসনি। কিন্তু এখন তিনি প্রথমবারের মত লা লিগার ম্যাচ খেলতে মাঠে নামার দ্বারপ্রান্তে রয়েছে।
যদিও সিজিসনি বলেছেন আগস্টে পারষ্পরিক সমঝোতার মাধ্যমে জুভেন্টাস ছাড়ার পর আর কখনো ফুটবল খেলার ইচ্ছা হয়নি।
দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে ৬০০রও বেশী ম্যাচ খেলেছেন সিজিসনি। এর মধ্যে জুভেন্টাসের হয়ে তিনটি সিরি-এ ও তিনটি ইতালিয়ান কাপের শিরোপা জয় করেছেন। আর্সেনালের হয়ে জিতেছেন দুটি এফএ কাপ।
সাম্প্রতিক কয়েকটি ম্যাচে টার স্টেগানের পরিবর্তে রিজার্ভ গোলরক্ষক ইনাকি পেনা বার্সেলোনার মূল দলে খেলেছেন।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.