• শনিবার, ১২ কার্তিক, ১৪৩০

বেসরকারি ব্যাংকে জনগণের টাকা ফেরত পেতে রোডম্যাপ তৈরি করবে বাংলাদেশ ব্যাংক : রিজওয়ানা

  • ডেস্ক রিপোর্ট
  • 12-Sep-2024
  • 9:07 PM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বলেছেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংকে জমাকৃত জনগণের অর্থ ফেরত পেতে একটি রোডম্যাপ তৈরি করবে। তিনি বলেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, অর্থ মন্ত্রণালয় বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক জমাকৃত জনগণের অর্থ ফেরত আনার জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করতে বাংলাদেশ ব্যাংককে বলবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
রিজওয়ানা বলেন, কেন্দ্রীয় ব্যাংক মন্ত্রণালয় ও বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে রোডম্যাপ তৈরি করবে। এ বিষয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে বলেও জানান তিনি। বেসরকারি ব্যাংকে জনগণের টাকা জমার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু টাকা আছে এবং তারা তা স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে রাখে। তিনি বলেন, এই আয় দিয়ে সরকার প্রকল্প গ্রহণ করে।

বিজ্ঞাপন