• শনিবার, ১২ কার্তিক, ১৪৩০

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হাসপাতালে বেগম খালেদা জিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • 12-Sep-2024
  • 1:07 AM

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পরে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে ১টা ৪০ মিনিটে  হাসপাতালে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির  খান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বিজ্ঞাপন