বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে।
আগে ওমরাহ পালনের জন্য দু’টি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো।
ওমরাহ যাত্রীদের টিকেট পাওয়া সহজ করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে, যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।
এতে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোন আরবিডিতে ওমরাহ টিকেট কিনতে পারবেন। আর যে সকল ওমরাহ যাত্রী আগে টিকেট ক্রয় কিনবেন তারা সর্বনি¤œ ভাড়ার সুবিধা পাবেন।
এছাড়াও যে সকল যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় যাবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.