আমরা অন্য কোন রাষ্ট্রের গোলামী করতে চাই না: হাফিজ উদ্দিন আহমেদ
-
ডেস্ক রিপোর্ট
- 05-Sep-2024
- 10:06 AM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অনেক কষ্ট, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মত স্বাধীনতা লাভ করেছি। তিনি আরও বলেন, ‘আমরা অন্য কোন রাষ্ট্রের গোলামী করতে চাই না। আমরা একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতির মাধ্যমে স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ চাই।’ আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শিবপুর বাজারে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে দেশের প্রত্যেক মানুষ সমান থাকবে, কোন বৈষম্য থাকবে না । আমরা এই দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। আমরা আমাদের স্বপ্নের সফল বাস্তবায়ন চাই। সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। আর আওয়ামী লীগ চোরের দল। আমরা যেন আওয়ামী লীগ হয়ে না যাই। তাদের (আওয়ামী লীগ) সময়ের পুলিশের দুইজন সর্বোচ্চ কর্মকর্তা এখন রিমান্ডে আছেন। এরা গুলি করা ছাড়া দেশের মানুষের কোন কল্যাণ সাধন করতে পারেনি।’ হাফিজ উদ্দিন আরো বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীসহ প্রত্যেক মন্ত্রী চোর ছিল। দেশের সম্পদ লুট করে তারা নিজেদের ভাগ্য গড়েছে। তাদের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায়, তখন এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এমন এক বিপ্লব সৃষ্টি করেছে, যা সারা বিশ্বে আজ প্রশংসা পেয়েছে। তিনি বলেন, বর্তমানে একটি অন্তবর্তী সরকার ক্ষমতায় রয়েছে। প্রধান উপদেষ্টা হিসাবে যার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের গৌরব, সারা বিশ্বের পরিচিত ব্যক্তি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আমরা বিএনপি’র পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করব। আশা করব, একটি যৌক্তিক সময়ের মধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন বলেন, রাজনীতিবিদরা রাজনীতি করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে। কাউকে যেন কোন ধরনের হয়রানি না করা হয়। প্রত্যেককে দলের চৈইন অব কমান্ড মেনে চলতে হবে। দলের নির্দেশের বাইরে গিয়ে কোন কাজ করবেন না। শম্ভুপুর উত্তর বিএনপি'র সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।