ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার
আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার গভীর রাতে গুলশানের অফিস থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১।
রাত সাড়ে ১২টায় দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে.কর্নেল মুনীম ফেরদৌস।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় ৩০টি শোরুম রয়েছে।
অভিযোগ রয়েছে, দিলীপ আগরওয়াল ডায়মন্ডের পরিবর্তে বিভিন্ন জেলার শোরুমে উন্নতমানের কাঁচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রি করতেন।
বিজ্ঞাপন
© Copyright Times News BD All Rights Reserved.