• শনিবার, ১২ কার্তিক, ১৪৩০

সাদমান-মোমিনুলের ব্যাটিংয়ে প্রথম সেশন বাংলাদেশের

  • ডেস্ক রিপোর্ট
  • 23-Aug-2024
  • 7:29 AM

প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান করেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ৩১৪ রানে পিছিয়ে আছে টাইগাররা। ওপেনার সাদমান ইসলাম ৫৩ ও মোমিনুল হক ৪৫ রানে অপরাজিত আছেন।
গতকাল দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৭ রান করেছিলো বাংলাদেশ। সাদমান ১২ ও জাকির হাসান ১১ রানে অপরাজিত ছিলেন।
আজ দিনের পঞ্চম ওভারে পাকিস্তানী  পেসার নাসিম শাহর বলে  আউট হন ১২ রান করা  জাকির। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের আরেক পেসার খুররাম শাহজাদের বলে বোল্ড হবার আগে ১৬ রান করেন তিনি।
৫৩ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাদমান ও মোমিনুল। পাকিস্তান বোলারদের বিপক্ষে স্বাচ্ছেন্দ্যে খেলে প্রথম সেশন ভালোভাবে শেষ করেন তারা।
১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন সাদমান। তার ১২৩ বলের ইনিংসে ৬টি চার ছিলো। ৪টি চারে ৬৬ বলে ৪৫ রানে অপরাজিত আছেন মোমিনুল।
পাকিস্তানের নাসিম ও খুররাম ১টি করে উইকেট নেন।

বিজ্ঞাপন